অর্থনীতিবিদদের নতুন করে যা ভাবা জরুরি
আমেরিকান লোকসংগীত শিল্পী উডি গ্রাথরির একটা গান আছে এমন, ‘দিস ল্যান্ড ইজ ইয়োর ল্যান্ড’। শিল্পী যেখানে রেডউড ফরেস্ট, গমক্ষেত আর আমেরিকার গোল্ডেন ভ্যালির কথা উল্লেখ করেছেন। উডি তার গানের মাধ্যমে একটি নৈতিক দাবি নিয়ে হাজির হয়েছেন যে জমিতে উৎপাদিত শস্যে ভাগ থাকবে সবার। তার গানটি অর্থনৈতিক যে সত্যকে তুলে ধরে তা হলো, প্রাকৃতিক সম্পদের ব্যবহার সবাইকে প্রভাবিত করে। বিশেষ করে আমরা যদি তা নিঃশেষ করে ফেলি কিংবা দায়িত্বহীনভাবে ব্যবহার করি, তাহলে এর অর্থনৈতিক পরিণতি আমাদের নিজেদের ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে