মঙ্গলবার সকালে প্রথম আলো খুলেই দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে, আর তার অংশ হিসেবে টিএসসিকে ভেঙে নতুন করে গড়া হবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র–শিক্ষকের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে টিএসসির অবকাঠামো বাড়ানোর প্রয়োজনে তাঁরা এ কাজ করবেন। সত্তরের দশকের দ্বিতীয়ার্ধে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের সবচেয়ে প্রিয় জায়গার একটি ছিল টিএসসি কমপ্লেক্স।
ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার, অডিটরিয়ামে বিভিন্ন অনুষ্ঠান দেখা, শীতের সময় মাঠে বসে আড্ডা, এসব ছিল দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। বছরে দু–একবার যা এখনো যাওয়া পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তা–ও সেই টিএসসিতেই, সাধারণত কোনো ধরনের পুনর্মিলনীতে। সেই টিএসসি অন্য কিছু হয়ে যাবে? মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.