কারিমা বালুচকে মারল কে

প্রথম আলো আলতাফ পারভেজ প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ০৮:৩০

নাম থেকে কারিমা বালুচের জাতিগত পরিচয় স্পষ্ট। পাকিস্তানের বালুচিস্তানের সুপরিচিত রাজনৈতিক সংগঠক ছিলেন তিনি। ২১ ডিসেম্বর সোমবার কানাডার টরন্টোতে মৃত পাওয়া গেল তাঁকে। প্রথমে অপহৃত হন। তারপর ২৪ ঘণ্টার মধ্যে মৃতদেহ পাওয়া যায়। সব বালুচই এই ঘটনায় শোকাহত, মর্মাহত এবং ক্ষুব্ধ।

বালুচিস্তানে পাকিস্তান সরকার ও সশস্ত্র বাহিনীর ভূমিকার সমালোচক ছিলেন কারিমা। ৪-৫ বছর আগে কানাডায় পাড়ি জমান। নিরাপত্তা তাঁর দেশান্তরের বড় কারণ ছিল। কিন্তু তারপরও তাঁকে মরতে হলো। কারিমার আগে সাজিদ বালুচ নামে আরেক রাজনীতিবিদ সুইডেনে খুন হন এ বছরই। অনেকের ধারণা, দুটো মৃত্যু একই সূত্রে যুক্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও