You have reached your daily news limit

Please log in to continue


গ্যাস দুর্ঘটনা রোধে যা করবেন

প্রায়ই গ্যাসের পাইপলাইন ও চুলার সংযোগ থেকে গ্যাস বের হয়ে অগ্নি দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা থেকে রক্ষা পেতে বেশ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহসহ দেশের ১৪টি জেলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস সরবরাহ করে। সম্প্রতি গ্যাস দুর্ঘটনা রোধে কিছু পরামর্শ দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাঁর ফেসবুকে পোস্ট দেন। গ্যাস দুর্ঘটনা রোধে যা করবেন বাসাবাড়ির গ্যাস দুর্ঘটনা রোধে রান্নাঘরে সার্বক্ষণিক বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। তাহলে রান্নাঘরে যদি গ্যাস নির্গতও হয়, তবে তা বাতাসের মাধ্যমে ঘর থেকে বেরিয়ে যাবে। যদি আপনার রান্নাঘরের জানালা-দরজা বন্ধ থাকে, তবে দরজা-জানালা খোলার অন্তত ১০ থেকে ১৫ মিনিট পর চুলা জ্বালাবেন এবং বৈদ্যুতিক সুইচ অন করুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন