You have reached your daily news limit

Please log in to continue


অর্থনৈতিক ‘শ্বেতপত্রের’ সুপারিশের বাস্তবায়ন দেখছে না সিপিডি

বৈষম্যহীন টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গঠিত টাস্কফোর্স যেসব সুপারিশ করেছিল, তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি।

সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, “সরকার শ্বেতপত্র ও অর্থনৈতিক কৌশল পুনর্নিধারণে টাস্কফোর্স গঠন করলেও তাদের সুপারিশের বাস্তবায়ন দেখছি না।

“শ্রম খাত, গণমাধ্যম, নারী ও স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি দেখছি না। আর শিক্ষায় তো কমিশন হয়নি।”

অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে রোববার রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গত ১০ সেপ্টেম্বর এ টাস্কফোর্স গঠন করে, যা প্রতিবেদন দেয় ৩০ জানুয়ারি।

তাতে করা সুপারিশের মধ্যে রয়েছে- অর্থনীতির মধ্যে স্থিরতা আনা, ২০২৫-২৬ সালের বাজেট বাস্তবায়নের লক্ষ্যে স্পষ্ট ধারণা তৈরি করা; ২০২৫ থেকে ২৭ সালকে বিবেচনায় নিয়ে একটি মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা এবং এর সঙ্গে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার যথাযথ মূল্যায়ন করা; অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারপ্রক্রিয়া শুরু করার জন্য ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ খাতকে চিহ্নিত করা; স্বল্পোন্নত দেশে থেকে অধিকতর উন্নত দেশে রূপান্তরের জন্য শক্তিশালী নীতিমালা গ্রহণ; এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কার্যক্রম হাতে নেওয়া এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে সংলাপের জন্য একটি ফোরাম তৈরি করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন