
কমলাপুর থেকে দেরিতে ছাড়ছে ট্রেন, যাত্রীদের ভোগান্তি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ০১:২৫
রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি জয়দেবপুর রেল জংশনে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী-খুলনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। কমলাপুর থেকে ট্রেন ছাড়ছে দেরিতে, এতে ভোগন্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার (৯ আগস্ট) রাত ১১টায় সরেজমিন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দেরিতে ছাড়া ট্রেনগুলোর যাত্রীদের স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা গেছে। তবে রাত ১১টার আগে কুড়িগ্রাম ও লালমনিরহাট এক্সপ্রেস বিলম্বে স্টেশন ত্যাগ করেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- যাত্রী ভোগান্তি
- ট্রেন চলাচল