প্রায় ৭ লাখ মানুষ বিদ্যুৎ-বিচ্ছিন্ন, কাল বিকেল নাগাদ স্বাভাবিক হবে

প্রথম আলো প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ২১:৩৬

ঘূর্ণিঝড় হামুনের কারণে কক্সবাজার ও চট্টগ্রামে এখনো পৌনে ৭ লাখ গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় আছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ লাইন দ্রুত ঠিক করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামীকাল বৃহস্পতিবার বেলা তিনটার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।


আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সেখানে গ্রাহকদের একটু ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রাম-১ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কক্সবাজারে সাড়ে ৪ লাখ ও চট্টগ্রামে ৪ লাখ ১০ হাজার গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। ইতিমধ্যে কক্সবাজারে ৫৫ হাজার এবং চট্টগ্রাম-১ পবিসে ১ লাখ ৩০ হাজার সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও