জ্বালানি তেলের দাম নির্ধারণের ‘ফর্মুলা’ চূড়ান্ত: নসরুল
আন্তর্জাতিক বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট সময় পরপর জ্বালানি তেলের দাম ঠিক করার একটি ফর্মূলা চূড়ান্ত করার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে সেটি কী রকম তা বলতে চাননি তিনি।
তিনি বলেছেন, “তেল কোম্পানিগুলোর ইনডেক্সিংয়ের ফর্মুলা ধরে আমরা একটা ফর্মুলা দাঁড় করিয়েছি। প্রাইসিং ফর্মুলাটা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে সিদ্ধান্ত দিলে পরে বলা যাবে।
“এটা এখনই বলা যাচ্ছে না। সামনে নির্বাচনের পরে হয়তো কিছু করা হবে।”
মঙ্গলবার বিদ্যুৎ ভবনে স্মার্ট গ্রিড নিয়ে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
লোকসান কমাতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ২০২২ সাল থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল কেরোসিনের দাম ৫০ শতাংশেরও বেশি বাড়ানো হয়। পরে দাম কমলেও তা আর সমন্বয় করা হয়নি। এর আগেও কয়েক বছর ধরে বাংলাদেশে আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি দামে বিক্রি হয়েছিল জ্বালানি তেল।