জ্বালানি খাতে ডলার সংকট কেটেছে, বকেয়া শোধ ২ মাসেই: সচিব

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ২২:৩৫

তেল-গ্যাস সরবরাহ বাবদ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর পাওনা সরকার আগামী দুই মাসের মধ্যে পরিশোধ করে ফেলবে জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ সচিব খায়েরুজ্জামান মজুমদার বলেছেন, বাংলাদেশ ব্যাংক থেকে এখন প্রতি সপ্তাহে ৮ থেকে ৯ কোটি ডলার ছাড় করা হচ্ছে।


বুধবার জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে জ্বালানি মন্ত্রণালয় আয়োজিত এক ওয়েবিনারে তিনি এমন আশাবাদের কথা শোনান।


এতে সচিব দেশের গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন বাড়া এবং আমদানি করা এলএনজিসহ দৈনিক ৩১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার তথ্যও দেন।


ইউক্রেইন যুদ্ধের কারণে ডলার সংকটে পড়ে বেশ কিছুদিন থেকে জ্বালানি খাতে টানাটানি চলছে। ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে আমদানি নিয়ন্ত্রণ করার নীতিতে বেশ কিছুদিন ধরে চলছে সরকার। এতে চাহিদার তুলনায় তেল ও গ্যাসের সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়েছে শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদনসহ দৈনন্দিন জীবনযাত্রায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও