ভাওয়াল মির্জাপুর ভূমি কার্যালয়: বৃষ্টিতে ছাতা মাথায় কাজ

বিডি নিউজ ২৪ গাজীপুর সদর প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ০৯:২৪

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে সামান্য বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পানি পড়তে শুরু করে। তখন উপায়ন্তর না দেখে কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয়ের ভেতরে ছাতা মাথায় কাজ করতে হয়।


ভূমি কর্মকর্তারা বলছেন, এতে তাদের কাজ করতে খুব সমস্যা হচ্ছে। এ ছাড়া কার্যালয়ের মূল্যবান কাগজপত্র, দলিল-দস্তাবেজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


বুধবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গিয়ে দেখা গেছে, ভূমি কার্যালয়ের মাঝখানের কক্ষে টেবিলের উপরে থাকা কম্পিউটার ও প্রিন্টারসহ অন্যান্য প্রয়োজনীয় খাতাপত্র পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। ছাতা মাথায় নিয়ে কম্পিউটারে কাজ করছেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোসাম্মৎ হাজেরা আক্তার।


কার্যালয়ে তখন অনেক সেবাগ্রহিতাকে অপেক্ষা করতে দেখা যায়। অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা জানান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. সরোয়ার জ্বর-ঠান্ডায় ভোগছেন। তিনি দুই দিন ধরে ছুটিতে আছেন।


ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোসাম্মৎ হাজেরা আক্তার বলেন, “বেশ কিছুদিন ধরেই এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হলেই অফিসের ছাদ চুঁইয়ে একাধিক স্থান দিয়ে টিপ টিপ করে পানি পড়তে থাকে। এ কারণে টেবিলে থাকা জরুরি কাগজপত্র, রেজিস্ট্রার তথা ভলিউম পলিথিনে ঢেকে রাখা হয়েছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও