You have reached your daily news limit

Please log in to continue


জরিপের জয়-পরাজয়ের সঙ্গে জনমিতির হিসাব-নিকাশ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর ৪০ দিনও নেই। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন যে স্বস্তিতে নেই, তা তাঁদের প্রচারের ধরন থেকেই বোঝা যাচ্ছে। একই সঙ্গে ভোটারদের কোন অংশ তাঁদের জয় এনে দিতে পারে, তা নিয়ে দুই দলের কৌশলবিদেরা চিন্তিত। তাঁরা একদিকে যেমন বিভিন্ন অঙ্গরাজ্যের দিকে দৃষ্টি রাখছেন, তেমনি নজর রাখছেন জনমিতির হিসাবের দিকে। অর্থাৎ বর্ণ, ধর্ম, জেন্ডার ও বয়সের বিবেচনায় কোন অংশের সমর্থন কার প্রতি—সেই হিসাব-নিকাশ করতে হচ্ছে। তাঁরা বুঝতে চাইছেন, নিজেদের প্রচারণার দুর্বল জায়গাগুলো কোথায়, এগুলো মোকাবিলায় তাঁদের কী ব্যবস্থা নেওয়া দরকার। অবশ্য অনেক অঙ্গরাজ্যেই ডাকযোগে ভোট দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে যেসব জায়গায় আগাম ভোট দেওয়া শুরু হয়েছে, সেখানে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন