কর্মজীবী নারী ও করোনা প্রেক্ষাপট
পৃথিবীজুড়ে এক ভয়াবহ মহামারি করোনা বর্তমান সময়কে অনেকখানি গ্রাস করেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সংক্রমণ শুরু হওয়ার পর পরই সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। এই ছুটির সাথে সাথে স্থবির হয়ে পড়ে জনজীবন। ঘরের ভেতর আটকে পড়ে মানুষ। একদিকে করোনা-ভীতি অন্যদিকে সাধারণ ছুটি শেষ হওয়ার পরের অবস্থা কেমন হতে পারে সে নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ে।
করোনার এই সময়টাতে কর্মক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে ছুটি হয়ে যায়। কিন্তু ছুটি বলতে নারীর জীবনে কিছু নেই। নারী গৃহিণী হলে যেমন দায়িত্ব পালন করেন কর্মজীবী নারীরাও তেমনই উভয় দায়িত্ব পালন করেন। এ ক্ষেত্রে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। কর্মজীবী নারী কর্মক্ষেত্রে দক্ষতা প্রমাণ করছেন বারবার। করোনাকালে কর্মজীবী নারীদের হাজার গুণ বেশি কাজ করতে হচ্ছে। দিনের বেশিরভাগ সময় তারা দিচ্ছে অনলাইন অফিস ও বাসার কাজে।