বিসিএস মোহ ও দুর্ভাগ্যে যাতনা

বণিক বার্তা সম্পাদকীয় প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ১৭:৪০

প্ন বুননই যাদের লক্ষ্য তারা তো স্বপ্নেই বিভোর থাকবে। প্রিয় বিদ্যাপীঠের গণ্ডি পার হয়ে যখন চাকরির ক্ষেত্রে প্রবেশ করবে তখন তাদের এক অন্তহীন মাঠের মাঝে হেঁটে যেতে হয়। তখনই তারা বেছে নেয় তাদের সফল ক্যারিয়ারের সুন্দরতম দিকটি। সেখানে চলে আসে বিসিএসের নামটিও। তাই তারা প্রাণপণে পরিশ্রম করে এক মহামন্ত্রে উদ্বুদ্ধ থেকে বিসিএস সীমানার তীরে আসে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডারকেই নিশ্চিত করে চাকরির নিশ্চয়তা রক্ষা করতে চায়। প্রাণপণ চেষ্টায় ব্রতী হয়ে সেটাকে লাভের চেষ্টা করে। কেউ সফল হয়, কেউবা বিফল মনোরথ নিয়ে ফিরে আসে। প্রসঙ্গক্রমে আমরা ব্যক্তির সাফল্যের মনোরথকেই প্রাধান্য দিয়ে থাকি। যারা সামনের সারিতে আসে তাদের নিয়ে গর্ববোধ করি, তাদের অতি মেধাবীর কাতারে নিয়ে আসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও