বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেছেন, দুর্নীতির ব্যাপকতাই বিসিএসের প্রতি শিক্ষার্থীদের মোহ তৈরি করেছে। তিনি জোরের সহিত উল্লেখ করেন; বিসিএস পরীক্ষা নিয়ে অধিক মাতামাতি সমাজের সার্বিক অধঃপতন। বিসিএসের ডামাডোলের কারণে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার পূর্বেই বিসিএস প্রস্তুতির সঙ্গে পরিচয় হচ্ছে যেটিকে তিনি অসুস্থ ধারার শিক্ষা ও সমাজ হিসেবে অভিহিত করেছেন।
অনেক পূর্বের এক গবেষণায় এসেছে একজন মেডিকেল শিক্ষার্থীর পেছনে সরকারের ৮ লাখ টাকা খরচ হয় বর্তমানে সেটির পরিমাণ নিঃসন্দেহে বৃদ্ধি পেয়েছে। তদুপরি দেখা যায় বিসিএস প্রশাসনে, পররাষ্ট্রে মেডিকেলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিতে উচ্ছ্বাস ও অভিনন্দনের জোয়ার সর্বত্র। বিসিএস পরীক্ষায় কেন এত মোহ সে প্রশ্নের উত্তর গণমাধ্যমের বের করা উচিত। তাহলেই দেখা যাবে বিসিএস এর মোহ থাকবে না। শিক্ষার্থীদের এবং ফলশ্রুতিতে গবেষক, বিজ্ঞানী, প্রকৌশলী, ডাক্তার, শিক্ষক তৈরি হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.