ভারতের দলিত সম্প্রদায়
ব্রিটিশদের কাছ থেকে ১৯৪৭ সালের আগস্টে ধর্ম পরিচয়ের ভিত্তিতে ক্ষমতা হস্তান্তরের মধ্যদিয়ে পাকিস্তান-ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়। উপমহাদেশ একদিকে যেমন স্বাধীন হলো অপর দিকে তেমনি এই অঞ্চলে জাতি-শ্রেণি সমস্যা নতুন করে সামনে আসে। স্বাধীনতার ৭০ বছর পরও উপমহাদেশে জাতি-শ্রেণি সমস্যা এখনো সমাধান হয়নি। জাতি সমস্যা ও শ্রেণিগত শোষণের ফলে পাকিস্তান রাষ্ট্র থেকে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে ১৯৭১ সালে ভাষাভিত্তিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়। বুদ্ধিবৃত্তিক বাঙালি লেখক আহমদ ছফা বলেছিলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়াকে পথ দেখাবে।