মা-বাবাকে সন্তানদের গুণগত সময় দিতে হবে
প্রথম আলোর জরিপ বলছে, ৬-৭ শতাংশ তরুণ কারও ওপরই ভরসা করতে পারছেন না। যে মানুষ কারও ওপর আর ভরসা রাখতে পারেন না, মা-বাবা, ভাইবোন, বন্ধু, সমাজ-কারও ওপর যাঁদের ভরসা নেই, তাঁরা নিজেদের জন্য যেমন, তেমনি সমাজের জন্যও হয়ে উঠতে পারেন ভয়ংকর। এখন সমাজ, রাষ্ট্র কি এঁদের কোনো ভরসা দিতে এগিয়ে আসবে? লিখেছেন মো. তাজুল ইসলাম।