You have reached your daily news limit

Please log in to continue


দয়া করে বন্ধ করুন টিভির কুরুচিপূর্ণ বিজ্ঞাপন

মাঝে মাঝে টিভির পর্দায় এমন সব ছবি ভেসে ওঠে যা দেখে রীতিমত রাগ হয় নিজের ওপর : কেন যে এত টাকা খরচ করে এই আজব বাক্স কিনতে গেলাম। ছবিয়ালরা জানেন, বাংলাদেশের ১৬-১৭ কোটি দর্শকও যদি একাট্টা হয়ে ওই সব ছবি বাদ দিয়ে তাঁদের নিজেদের পছন্দমত কিছু দেখতে চান পারবেন না। কারণ এই বাক্সটি ওয়ানওয়ে ট্রাফিকের মত। পরিবেশকরা যা গেলাবেন দর্শককে তাই গিলতে হবে। সেই ‘তুমি খাওয়াইলে আমি খাই’ মারিফতি গানের মত। তেনারা তাঁদের নিজেদের মর্জিমত বাক্সের ভেতর যা ‘লোড’ করে দেবেন সেটাই দর্শক সাহেব আপনি আল্লাহর ওয়াস্তে গলাধঃকরণ করুন, আর না হলে যান, শুতে যান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন