শ্রীলংকায় ক্ষমতার পালাবদল আঞ্চলিক মেরুকরণে প্রভাব ফেলবে কি?
১৬ নভেম্বর দ্বীপরাষ্ট্র শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল। নির্বাচনে শ্রীলংকা পিপলস ফ্রন্টের (এসএলপিপি) গোতাবায়া রাজাপাকসে ৫২ দশমিক ২৫ শতাংশ ভোট পেয়ে শ্রীলংকার সপ্তম প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেছেন। তিনি শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই। মাহিন্দা রাজাপাকসে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলংকার প্রেসিডেন্ট ছিলেন। তার শাসনামলে গোতাবায়া দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গোতাবায়া শ্রীলংকা সেনাবাহিনীর একজন সাবেক সেনা কর্মকর্তা। তিনি লেফটেন্যান্ট কর্নেল পদবির কর্মকর্তা থাকাকালীন সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে রাজনীতি শুরু করেন এবং ধীরে ধীরে নিজেকে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন।