
ছবি সংগৃহীত
বর্তমান সময়ের সবচেয়ে লম্বা পাঁচ ক্রিকেটার
আপডেট: ১৭ জানুয়ারি ২০১৫, ১২:৩৫
(প্রিয়.কম) খেলোয়াড়দের জন্য সুঠামদেহ যেমন গুরুত্বপূর্ন তেমনি উচ্চতাও। ব্যাটসম্যান কিংবা স্পিনারদের জন্য উচ্চতার গুরুত্ব তেমন না থাকলেও পেস বোলারদের জন্য বাড়তি উচ্চতা থাকা মানে বোলিংয়ে বাড়তি শক্তি যোগ হওয়া। নিয়ন্ত্রিত লাইন-লেন্থ, পেস আর সুইংয়ের পাশাপাশি যদি থাকে বাড়তি উচ্চতা তাহলে ব্যাটসম্যানকে ভড়কে দেয়া কঠিন কিছু নয়। মোহাম্মদ ইরফান: বাড়তি উচ্চতা থাকলে ২২ গজের পিচকেও ছোটো মনে হতেই পারে! পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ ইরফানের কাছে তেমনটাই হয়তো মনে হয়। তার উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি। বর্তমানে বিশ্ব ক্রিকেটে এমন উচ্চতা কারোরই নেই। পাঞ্জাবে জন্ম নেয়া ৩২ বছর বয়সী ইরফান পাকিস্তানের হয়ে ৩৮টি ওয়ানডে ও ৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন এ ফাস্ট বোলার। মাইকেল স্টার্ক: পেস, বাউন্স আর সুইংয়ের অবিশ্বাস্য যোগসূত্র মাইকেল স্টার্কের বোলিংয়ে। সিডনির নিউ সাউথ ওয়েলসে জন্ম নেয়া ২৪ বছর বয়সী এ অস্ট্রেলিয়ানের উচ্চতা ৬ ফুট ৫.৫ ইঞ্চি। অস্ট্রেলিয়ার হয়ে ১৫টি টেস্ট ও ২৯টি একদিনের ম্যাচে অংশ নিয়েছেন স্টার্ক। আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডেও। ড্যারেন স্যামি: বর্তমান সময়ের খুব পরিনত ক্রিকেটার ড্যারেন স্যামি। বরাবরই চাপের মাঝে ভালো খেলে থাকেন তিনি। স্যামির উচ্চতা ৬ ফুট ৫.৫ ইঞ্চি। সেন্ট লুসিয়ায় জন্ম নেয়া এই ক্যারিবিয়ানের বর্তমান বয়স ৩১ বছর। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৮টি টেস্ট ও ১১৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন স্যামি। তিনি একজন পেস অলরাউন্ডার। মরনি মরকেল: দক্ষিণ আফ্রিকার সবচেয়ে লম্বা ক্রিকেটার মরনি মরকেল। এই ডানহাতি পেসারের উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি। দক্ষিণ আফ্রিকা দলের এই অপরিহার্য ক্রিকেটার ৬২টি টেস্ট ও ৮৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। অ্যালেক্স হেলস: বর্তমান সময়ের সবচেয়ে লম্বা পাঁচ ক্রিকেটারের মাঝে মূলত ব্যাটসম্যান হিসেবে একজনই রয়েছে। তার উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি। মিডলসেক্সে জন্ম নেয়া এই ইংলিশ ব্যাটম্যানের বর্তমান বয়স ২৬ বছর। ২০১৪ সালে ওয়ানডে অভিষেকের পর ইংলিশদের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন।
- ট্যাগ:
- ক্রিকেট
- খেলা
- লম্বা ক্রিকেটার