
কোহলি-রোহিতদের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কার খবর উড়িয়ে দিল বিসিবি
ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও দুর্ভাবনার কিছু দেখছে না বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্তা সংস্থার আশা, সিরিজটি নির্ধারিত সূচিতেই নির্বিঘ্নে হবে।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী অগাস্টে বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের। সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ।
তবে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে শুক্রবার সূত্রের বরাত দিয়ে বলা হয়, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়তে পারে উপমহাদেশের ক্রিকেট সূচিতে। বাংলাদেশের সঙ্গে টানাপোড়েনের প্রভাবও এখানে পড়তে পারে।
বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত স্বাধীন কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের আলোচিত ফেইসবুক পোস্টের ব্যাপারটিও উল্লেখ করা হয় টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে। যেখানে তিনি বলেছিলেন, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে বাংলাদেশের উচিত উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করা। প্রয়োজনে চীনের সঙ্গে যৌথ সামরিক প্রক্রিয়ার পরামর্শও দিয়েছিলেন তিনি।
এসবের প্রভাব ক্রিকেটে পড়তে পারে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে। এই অগ্রগতির খবরাখবর রাখছে দাবি করা একটি সূত্রের মন্তব্যও আছে সেই সংবাদে, “সফরটি সূচির অংশ, কিন্তু এখনও কিছু চূড়ান্ত নয়। বর্তমান পরিস্থিতির কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ভারতীয় দল বাংলাদেশ সফরে না যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে।”