
মে-জুনে পাকিস্তানে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ
বণিক বার্তা
প্রকাশিত: ০২ মে ২০২৫, ১৬:৪৪
চলতি মাসের শেষ দিকে শুরু হয়ে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত পাকিস্তানের মাটিতে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এর প্রস্তুতি হিসেবে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
প্রথমে এই ট্যুরে সমান তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার কথা ছিল দুই দলের। যদিও সেই পরিকল্পনায় পরিবর্তন এনে এখন শুধুই পাঁচটি টি-টোয়েন্টির আয়োজন করা হয়েছে।
ফয়সালাবাদে ২৫ মে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে এ সিরিজ। একই ভেন্যুতে ২৭ মে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এরপর ৩০ মে, ১ ও ৩ জুন লাহোরে সিরিজের শেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগে শারজায় ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ দল।
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি ক্রিকেট
- ক্রিকেট ম্যাচ