‘শুধু ফাইনালের হার নয়, ইতিবাচক দিকগুলোও দেখা উচিত’

ডেইলি স্টার প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৬

বহুদলীয় ট্রফির দৌড়ে আবারও নিজেদের হতাশ করল বাংলাদেশ। এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে গত রোববার কাতারের দোহায় পাকিস্তান শাহিনসের কাছে সুপার ওভারে হেরে যায় আকবর আলির দল। তবুও দলের সামগ্রিক পারফরম্যান্স ও পুরো টুর্নামেন্টজুড়ে যাত্রা নিয়ে ইতিবাচক ছিলেন বাংলাদেশের 'এ' দলের প্রধান কোচ ডেভিড হেম্প। দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপচারিতায় টুর্নামেন্টের নানা দিক নিয়ে কথা বলেছেন তিনি।


রোববারের শেষটা নিশ্চয়ই হতাশাজনক ছিল আপনার জন্য। পুরো অভিযাত্রাকে কীভাবে বর্ণনা করবেন?


ডেভিড হেম্প: ফাইনালে ওঠাটা ছেলেদের দারুণ অর্জন ছিল। অবশ্যই, ম্যাচ জিতে শেষ করতে না পারা হতাশার। সুপার ওভারে হার সবসময়ই কষ্টের। বল হাতে আমরা নিজেদের ভালো অবস্থানে রেখেছিলাম, কিন্তু ব্যাটিংয়ে কয়েকটি সফট ডিসমিসাল আমাদের বিপদে ফেলেছে। তারপরও, পুরো টুর্নামেন্টে আমরা দারুণ ক্রিকেট খেলেছি—ইতিবাচক ক্রিকেট। বেশ কিছু ভালো দলকে হারিয়ে আমরা ফাইনালে উঠেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে, রোববার আমরা পুরোপুরি নিখুঁত পারফরম্যান্স দিতে পারিনি।


কঠিন গ্রুপে থেকেও নকআউটে উঠেছেন। কয়েকজনের পারফরম্যান্সও ভালো—হাবিবুর রহমান সোহান রান তালিকায় তৃতীয় এবং রিপন মন্ডল ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি। এ পারফরম্যান্সগুলোকে আপনি কীভাবে দেখছেন?


হেম্প: সবচেয়ে বড় প্রাপ্তি হলো—বাংলাদেশ ক্রিকেট কাঠামো থেকে বেশ দক্ষ কিছু খেলোয়াড় উঠে আসছে। তাদের শুধু আরও বেশি এক্সপোজারের দরকার, আর এমন টুর্নামেন্টগুলো এর জন্য আদর্শ। রিপন ও সোহান দারুণ খেলেছে, কিন্তু আরও অনেকেই মূল্যবান অবদান রেখেছে। আকবর আলী দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। ইতিবাচক দিক অনেক। সেমিফাইনালে আমরা ভারতকে হারিয়েছি—যারা খুব শক্তিশালী দল এবং অভিজ্ঞ, আইপিএলের খেলোয়াড়ও আছে। আমরা আফগানিস্তানকেও হারিয়েছি, যারা গতবারের চ্যাম্পিয়ন। তাই বাংলাদেশকে শুধু ফাইনালের হার দেখে নয়, এই সব ইতিবাচক দিকগুলোও গুরুত্ব দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও