ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে জয়ের সুবাস পাচ্ছে দ.আফ্রিকা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৭:৩৫
দুই ইনিংসেই আক্ষেপ সঙ্গী হলো ট্রিস্টান স্টাবসের। প্রথম ইনিংসে এক রানের জন্য ফিফটি না পাওয়া দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবার অল্পের জন্য পেলেন না সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া। তার দারুণ ইনিংসে ভারতকে প্রায় অসম্ভব লক্ষ্য ছুঁড়ে দিল দক্ষিণ আফ্রিকা। শেষ বেলায় স্বাগতিকদের দুই ওপেনারকে ফিরিয়ে জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ল সফরকারীরা।
গুয়াহাটি টেস্টে মঙ্গলবার ৫ উইকেটে ২৬০ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসের ২৮৮ রানের লিড মিলিয়ে প্রতিপক্ষকে তারা দেয় ৫৪৯ রানের বিশাল লক্ষ্য।
পাহাড় টপকানোর চ্যালেঞ্জে শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত। ১৫.৫ ওভার ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ২৭ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে তারা।