আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে ভালো খেলার আশা আফঈদার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৭:৩০
হাই-লাইন ডিফেন্সের ছকে সবশেষ সফরের অভিজ্ঞতা তেতো হলেও কৌশল বদলানোর ভাবনা নেই পিটার জেমস বাটলারের। কোচের মতো একই ভাবনা অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তিরও। ত্রিদেশীয় কাপে আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে ভালো খেলার আশাবাদ জানিয়ে তিনি বললেন, কোচের কৌশলের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা।
জাতীয় স্টেডিয়ামে বুধবার আজারবাইজানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় কাপ শুরু করবে বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচ দিয়ে এক যুগেরও বেশি সময় পর এই আঙিনায় প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে মেয়েরা। সবশেষ ২০১৩ সালের ২৫ মে ফিলিপাইনের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে এই মাঠে খেলেছিল বাংলাদেশ।