
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
ময়মনসিংহে আবাহনীকে টাইব্রেকারে হারিয়েই চতুর্থবারের মতো ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। এবার ঘরের মাঠ কিংস অ্যারেনায়ও জয় পেয়েছে ফেডারেশন কাপজয়ীরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে ২-০ গোলে আবাহনীকে হারিয়েছে বসুন্ধরা। দলের হয়ে জোড়া গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম।
ম্যাচের ১৬ মিনিটে প্রথম যে গোলটি করলেন ফাহিম তা অনেকদিন ফুটবল প্রিয়দের চোখে লেগে থাকবে। দুই সতীর্থর সঙ্গে ওয়ান টু ওয়ান পাস খেলার পর শেষে বক্সের মধ্যে থেকে ডান পায়ে দারুণ এক শট নেন বসুন্ধরার ফরোয়ার্ড।
ফাহিমের শট বুঝে ওঠার আগেই বলকে জালে দেখত পান আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা। পরে আর কোনো গোল না হলে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই ব্যবধান দ্বিগুণ করেন প্রথম গোলের নায়ক ফাহিম। বাঁ প্রান্ত থেকে তার বাঁ পায়ের শট গোলরক্ষক মিতুলের হাতে লাগলেও ঠিক জাল খুঁজে নেয়। দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন রাকিব হোসেন।
গোল শোধ দেওয়ার চেষ্টা করেও পারেনি আবাহনী।
- ট্যাগ:
- খেলা
- ফেডারেশন কাপ ফুটবল