আনন্দযাত্রার বড় উৎসব ভোট
ভোট কেবল ক্ষমতা বদলের মাধ্যম নয়; এটি মানুষের আবেগ, সংস্কৃতি-সামাজিক ও সম্প্রীতির বন্ধনের প্রতীক। বাংলার মাটি, মানুষ ও মনন, সবকিছুর সঙ্গে ভোট যেন এক অবিচ্ছেদ্য অনুভবের নাম।
এই বঙ্গে ভোট শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয়; এটি সংস্কৃতি, কৃষ্টি, প্রতিযোগিতা ও উৎসবের সম্মিলিত রূপ। গ্রাম থেকে শহর, হাটের আড্ডা থেকে চায়ের দোকান, ভোটকে ঘিরে আলোচনা, তর্ক, হাসি-ঠাট্টা আর প্রত্যাশার ঢেউ বয়ে চলে। এই চিরায়ত বাংলায় ভোট মানে আনন্দ, মানে অংশগ্রহণ, মানে নিজের মত প্রকাশের সাহস।
বাংলার ভোট রাজনীতির সঙ্গে সামাজিক সম্পর্কের এক মধুর যোগ রয়েছে। এখানে প্রতিযোগিতা আছে, জয়-পরাজয় আছে, আছে মতভেদ; তবু দিনের শেষে পরাজয় মেনে নেওয়া ও বাস্তবতায় মানিয়ে নেওয়ার এক অনন্য ঐতিহ্যও রয়েছে।
- ট্যাগ:
- মতামত
- রাজনৈতিক দল