You have reached your daily news limit

Please log in to continue


এত ঘৃণা, প্রতিহিংসায় সমাজ টেকে?

কারও উক্তি দিয়ে লেখা শুরু করাটা কখনো কখনো ক্লিশে, গতানুগতিক মনে হয়। কিন্তু দুদিন ধরেই মহাত্মা গান্ধীর “চোখের বদলে চোখ নিলে পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে” উক্তিটি মাথায় ঘুরছে। গুগল ঘেঁটে এই উক্তি গান্ধী কবে, কোথায়, কোন প্রসঙ্গে বলেছিলেন খুঁজে পাওয়া গেল না। মনে হলো, বাংলাদেশের সমসাময়িক দশা দেখেই হয়তো বলেছেন। সেটি যে নয়, তা তো বটেই। কিন্তু গান্ধীর এই উক্তির সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রাসঙ্গিকতা বেশ ভালোভাবেই মিলে যায় বলে মনে হলো।

আজকাল ফেইসবুক খুললেই ঘৃণা, প্রতিহিংসা একরকম আকাশ ছুঁয়েছে বলে মনে হয়। ফেইসবুক যদি সমাজের বাস্তব অবস্থার অর্ধেক প্রতিফলনও হয়, তাহলে এ পরিবেশ মানুষের মানসিক সুস্থতার সঙ্গে বেঁচে থাকার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। এত ঘৃণা, প্রতিহিংসার কারণ আসলে কী? এই যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কেউ বলছেন নির্বাচনে বাধা তৈরির জন্য এটি করা হয়েছে। আবার কেউ আওয়ামী লীগের প্রতিশোধপরায়ণতার কথা বলছেন। এর কোনোটাই হয়তো কারণ হিসেবে ভুল নয়, কিন্তু এগুলো কি মূল কারণ?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন