
জাতীয় উন্নয়নের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন
কোনো দেশের জনগণের মনন, জ্ঞান ও দক্ষতা গঠনের বিশেষ নিয়ামক হলো শিক্ষা। কাজেই একটি দেশের সমগ্র জনগোষ্ঠীকে অভিন্ন জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত করে মনন, জ্ঞান ও দক্ষতাসম্পন্ন একটি সমস্বত্ব জাতিতে পরিণত করতে সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা অপরিহার্য। কিন্তু মতাদর্শগত পার্থক্যের কারণে দেশের শিক্ষা ব্যবস্থার সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কওমি শিক্ষা, ইংলিশ ভার্সন শিক্ষা ও ইংলিশ মিডিয়াম শিক্ষা ইত্যাদি নানা ধরায় বিভক্ত ও উপবিভক্ত হয়ে পড়েছে। কিন্তু জাতীয় ঐক্যের জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সমন্বিত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন জরুরি।
রাষ্ট্র ক্ষমতাধীন যেকোনো শিক্ষা ব্যবস্থা প্রণয়নের পাঁচটি ধাপ রয়েছে—১. শিক্ষার দার্শনিক ভিত্তি রচনা ২. শিক্ষা দর্শনের আলোকে শিক্ষানীতি প্রণয়ন ৩. প্রণীত সেই শিক্ষানীতি অনুযায়ী শিক্ষা পরিকল্পনা প্রণয়ন ৪. শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নে সঠিক শিক্ষা প্রশাসন সৃজন ও ৫. সর্বশেষে শিক্ষা প্রশাসনের মাধ্যমে অভীষ্ট শিক্ষা ব্যবস্থাটির প্রবর্তন ও পরিচালনা। এ ধাপগুলো বিদ্যমান শিক্ষা ব্যবস্থার পুনর্নির্মাণেও সমানভাবে কার্যকর হবে। কাজেই শিক্ষানীতি নির্মাণের এ তাত্ত্বিক কাঠামো অনুসরণ করে, নিম্নে একটি সমন্বিত শিক্ষানীতির রূপকল্প তুলে ধরা হলো।