হাসিনা ও সহযোগীদের বিচার করতেই হবে

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শত শত হত্যাকাণ্ড, মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ, গ্রেপ্তার, নির্যাতন ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর পেছনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার ও তাঁর দল আওয়ামী লীগ কীভাবে দায়ী ছিল, তার অসংখ্য তথ্যপ্রমাণ গত কয়েক মাসে দেশের গণমাধ্যম, সরকারের তদন্ত সংস্থা এবং মানবাধিকার সংগঠনের বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছিল। এবার জাতিসংঘের তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন সেই সত্যকেই নিরেট ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিল। কেননা, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) অনুসন্ধানী দল শেখ হাসিনা সরকার ও তাঁর দলের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে।


বুধবার জেনেভা থেকে আনুষ্ঠানিকভাবে ১০৫ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। জাতিসংঘের দলটি প্রতিবেদন তৈরির জন্য ঢাকা, চট্টগ্রামসহ আটটি বড় শহর, যেখানে বেশি মাত্রায় বিক্ষোভ সংঘটিত হয়েছিল, সেখানে গিয়ে অনুসন্ধান চালায়। প্রতিবেদন তৈরির জন্য তারা অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও ঘটনাপ্রবাহের সঙ্গে যুক্ত ব্যক্তি, সরকার, নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক ব্যক্তিত্ব, যাঁরা ঘটনাপ্রবাহ সম্পর্কে অবগত, তঁাদের সাক্ষাৎকার নেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও