বিপ্লব ও নির্বাচন

যুগান্তর এটিএম জহিরউদ্দিন প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭

ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার খবরের মধ্যে ৫ ফেব্রুয়ারি প্রকাশিত আরেকটি খবর হয়তো বা অনেকের চোখ এড়িয়ে গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ওইদিন একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর নির্ভর করবে নির্বাচন কখন হবে। শফিকুল আলম একজন সরকারি চাকুরে হলেও রাষ্ট্রীয় নীতিনির্ধারণী নানা বিষয়ে সরকারের পক্ষ থেকে তার বক্তব্য দিচ্ছেন।


কাজেই তার এ মতামত হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। পতিত ফ্যাসিস্ট শক্তির ফ্যাসিবাদ কায়েমের মূল অস্ত্রই ছিল নির্বাচনব্যবস্থা ধ্বংস করে সাজানো নির্বাচনের মাধ্যমে প্রায় ১৬ বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ছয় মাস পর সেই বহুল প্রতীক্ষিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তত একটি নিশ্চিত রোডম্যাপ পাওয়া প্রত্যাশিত ছিল; কিন্তু সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তির নানা বক্তব্যে নির্বাচনের রোডম্যাপ তো দূরের কথা, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকারের ইচ্ছা বা পরিকল্পনা কী, সে বিষয়েই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও