
আলোকিত মানুষ আবদুল্লাহ আবু সায়ীদ
আবদুল্লাহ আবু সায়ীদ নামক চিরতরুণ কিন্তু দারুণ সুসার বৃক্ষটি ৮৬ বছর ধরে আমাদের দেশ ও জাতিকে কত ছায়া, ফুল ও ফল দিয়ে চলেছেন; তিনি তাজা থাকতেই নিজ চোখে তা দেখেও গেলেন। এ আমাদের এক বিরাট সৌভাগ্য।
কোটি কোটি মানুষের কথা এই ক্ষুদ্র লেখায় ফুটিয়ে তোলা সম্ভব নয়। শুধু আমার অংশটুকু সামান্য কিছু বলি।
১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়েছিলাম, তখন জীবিত অবস্থায় যে ফিরে আসব তার সম্ভাবনা ছিল অতি ক্ষীণ। আমার সহযোদ্ধাদের অনেকেই শহীদ হয়েছেন। স্বাধীনতার পর ফিরে এসে দেখি আমার খাট, চৌকিসহ ঘরবাড়ি সব ধ্বংসস্তূপ। ঘুমানোর বিছানা তো দূরের কথা, খিদে মেটানোর খাবার নেই।
- ট্যাগ:
- মতামত
- আলোকিত মানুষ
- আবদুল্লাহ আবু সায়ীদ