
পলিটিকস ইজ লাভ
এনজিওর নাট্যকলা ও ডোনার ড্রামা
‘আপনার এনজিও কী করে?’
‘আমরা “জলবায়ু সচেতনতা” নিয়ে কাজ করি।’
‘অবশ্যই! নিজে এসি রুমে বসে চা খেয়ে বোঝাই, কীভাবে গরিবকে বৃষ্টি থেকে বাঁচতে হয়!’
‘আমরা প্রচারণা চালাই—“পৃথিবী বাঁচাও”, আর তাতে ৫০ লাখ টাকার প্রজেক্ট ফান্ড পাই।’
‘তবে এইটা ঠিক, আপনারা দুস্থদের জন্য অনেক ভাবেন।’
‘হ, ভাবি। তবে মাঝে মাঝে ভাবতে ভাবতেই গাড়ির কিস্তি দিতে হয়, বাচ্চার ইংলিশ মিডিয়াম ফি দিতে হয়। এভাবেই তো দেশসেবা।’
‘ডোনাররা কী চায়?’
‘ওরা শুধু রিপোর্ট চায়, ছবি চায়, ক্যাপশন চায়—বাস্তব চায় না। আমরাও দিই—কৃত্রিম চাষের ছবি, বানানো হাসির মুখ, বাচ্চাদের হাতে রংতুলির বদলে স্ট্যাম্প প্যাড।’
- ট্যাগ:
- মতামত
- রাজনীতি
- সাম্প্রতিক রাজনীতি