গ্যাসের দাম আরও বাড়ানোর উদ্যোগ অনাকাঙ্ক্ষিত

যুগান্তর হাসান মামুন প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:১০

শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট, সম্পূরক শুল্ক বাড়ানোর পদক্ষেপের পর কোনো কোনো ক্ষেত্রে এর বাস্তবায়নও শুরু হয়ে গেছে। যেমন, সেলফোন সেবা। কোনো কোনো খাতে কেউ বর্ধিত হারে ভ্যাট আদায় করছে; কেউ এখনো করছে না। যেমন, পোশাকের দোকান ও রেস্তোরাঁ। এ দুই ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হয়েছে যথাক্রমে দ্বিগুণ ও তিনগুণ। রেস্তোরাঁয় ভ্যাট ১৫ শতাংশ হয়ে যাওয়ায় অনেকে হতবাক।


আশঙ্কা, এতে ভোক্তা অনেক কমে যাবে মানসম্পন্ন রেস্তোরাঁয়। বিদ্যমান ব্যবসা ধরে রাখাও কঠিন হবে। ভ্যাটের আওতার বাইরে থাকা ‘স্ট্রিট ফুডের’ ব্যবসা অবশ্য বাড়তে পারে। তবে এক্ষেত্রে চাঁদাবাজির সমস্যা রয়েছে। এর হার বেড়ে গেলে তারাও মুশকিলে পড়বে। নিবন্ধটি লেখার সময় এলপি গ্যাসে ভ্যাট ৫ থেকে ১৫ শতাংশের বদলে সাড়ে ৭ শতাংশ হচ্ছে বলে জানা গেল। তাতে সর্বস্তরের রেস্তোরাঁ মালিকরা হয়তো কিছুটা আশ্বস্ত হবে। গ্রাম পর্যন্ত রান্নাঘরে এলপি গ্যাসের ব্যবহার রয়েছে। হালে শিল্প খাতেও বাড়ছে এলপি গ্যাসনির্ভরতা। লাইনে গ্যাস মিলছে কম; এর চাপেও সমস্যা বেড়েছে। এতে জনজীবন থেকে নিয়ে শিল্পোৎপাদন পর্যন্ত পরিস্থিতি হয়ে উঠেছে জটিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও