স্থানীয় সরকার নির্বাচন: আশঙ্কা সম্ভাবনা ও করণীয়
বিগত ফ্যাসিস্ট শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্থানীয় সরকার ব্যবস্থা অন্যতম। ভোট চুরি, দুর্নীতি ও ত্রাণ আত্মসাতের মতো অনৈতিক কর্মকাণ্ড স্থানীয় সরকার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে এবং জনগণের আস্থা নষ্ট করেছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকারের আগে নির্বাচিত, ইউনিয়ন পরিষদ ব্যতীত সব প্রতিনিধির অপসারণ করেন। অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের অপকর্মে সংশ্লিষ্ট থাকার কারণে এ প্রতিনিধিরা নিজেরাই আত্মগোপনে চলে যান। ফলে জনগণ নিয়মিত সরকারি সেবা পেতে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে।