এইচএমপিভি : চীন জাপান ভারতের পর কি বাংলাদেশে?

ঢাকা পোষ্ট কাকলী হালদার প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১০:০৬

৪০ বছর বয়সী আকাশ আহমেদ করোনা মহামারির সময় বৃদ্ধ বাবা-মা হারিয়েছেন। সেই সাথে মাল্টিন্যাশনাল কোম্পানি বন্ধ হওয়ায় হয়েছিলেন চাকরিহারা। বউ বাচ্চা নিয়ে ঢাকা শহর ছেড়ে গ্রামে যেতে বাধ্য হয়েছিলেন। এতদিনে অনেক সংগ্রামের পরে কিছুটা ঘুরে দাঁড়িয়েছেন। কিন্তু চীনে নতুন এক ভাইরাসের প্রাদুর্ভাব তাকে আবারও মনে করিয়ে দিচ্ছে সেই বিভীষিকাময় অতীত! আবারও অজানা আতঙ্কে কাটছে দিন। সেই সময়ের পুনরাবৃত্তির আশঙ্কায় ভীত আকাশ আহমেদের মতো আরও অনেকে!


পাঁচ বছর আগে শুরু হওয়া সেই কোভিড ১৯-এর আতঙ্ক এখনো আমাদের পিছু ছাড়েনি। মাঝে দুই বছরের বিরতির পরে আবারও এক নতুন আতঙ্কের ছায়া! অতীতের দুঃস্বপ্ন সেই লকডাউনের আশঙ্কায় চিন্তিত সারা বিশ্বের মানুষ। কারণ কোভিড-১৯ মহামারির পরে, চীন আবারও একটি নতুন ভাইরাসের প্রাদুর্ভাবের সম্মুখীন হয়েছে। এইবারের ভাইরাসটি হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) যা শ্বাসযন্ত্রের সংক্রমণ সৃষ্টি করে। এই প্রাদুর্ভাব চীনের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে এবং হাসপাতালগুলোয় রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও