![](https://media.priyo.com/img/500x/https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/30/images-6771d7e7a4fd1.png)
রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন জরুরি
ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। জাতিগতভাবে দীর্ঘকাল লড়াই-সংগ্রামের পর ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী জনযুদ্ধের মধ্যদিয়ে ৩০ লাখ শহিদের প্রাণ বিসর্জন, লাখ লাখ মা-বোনসহ অনেকের ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে এ ডিসেম্বর মাসেই যুদ্ধজয়ের মধ্য দিয়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, পেয়েছি একটি জাতীয় পতাকা এবং পেয়েছি একটি জাতীয় সংগীত। স্বাধীনতাপ্রাপ্তির পর মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্রপরিচালনার দলিল হিসাবে যে সংবিধান আমরা পেয়েছিলাম, তাতে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল।
কিন্তু সেই অঙ্গীকার আজও বাস্তবায়ন হয়নি। কেননা সেই অঙ্গীকার বাস্তবায়নের দায়িত্ব যাদের ছিল, সেই রাজনৈতিক দলগুলো তাতে সফল হয়নি। কখনো একদলীয় শাসন, কখনো সামরিক শাসন, কখনো কর্তৃত্ববাদী শাসন, মানুষের ভোটাধিকার হরণ, ব্যাপক দুর্নীতি ও দুর্বৃত্তায়ন মহান মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার। এ কারণেই এ জনপদের মানুষকে মাঝেমধ্যেই ফুঁসে উঠতে দেখা যায়। সাম্প্রতিককালের গণ-অভ্যুত্থান সেই প্রক্রিয়ারই একটি অংশ।