![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-12-23%252Fj4v8onoh%252Fzelenoskyll.jpg%3Frect%3D40%252C0%252C720%252C480%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
এক বছর আগে মৃত্যুবরণ করা মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার ১৯৮০-এর দশকে ইরাক-ইরান যুদ্ধ নিয়ে বলেছিলেন, তিনি চান দুই পক্ষই যাতে যুদ্ধে হেরে যায়। ২০২৪ সাল শেষ হতে চলেছে, সবাই নতুন বছরের ২০ জানুয়ারি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের প্রস্তুতি নিচ্ছে, এ অবস্থায় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের জন্য ভয়ংকর উপযুক্ত সমাধান যেটি মনে হচ্ছে, দুই পক্ষই যেন হেরে যায়।
গত ১২ মাসে ভয়াবহ সংঘাতে দুই পক্ষই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। কেউই বড় কোনো অর্জন করতে পারেনি। রাশিয়ার সেনাবাহিনী পূর্বাঞ্চলে সামান্য কিছুটা ভূখণ্ড জয় করতে পেরেছে।
ইনস্টিটিউট অব ওয়্যার স্টাডিজের ডিসেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী, এ বছর রুশ বাহিনী ২ হাজার ৭০০ বর্গকিলোমিটার ভূমি নিজেদের দখলে নিতে পেরেছে। গত বছরের তুলনায় ৪৬৫ বর্গকিলোমিটার বেশি। কিন্তু ইউক্রেনের মোট ভূমির তুলনায় এটা কেবলমাত্র শূন্য দশমিক ৪ শতাংশ।