দূষণের ভয়াবহতা প্রতিরোধে করণীয় কী?

ঢাকা পোষ্ট ড. এ কে এম মাহমুদুল হক প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৩

যখন আমরা একটি নিঃশ্বাস গ্রহণ করি এবং ছাড়ি, তখন প্রায় ২৫ সেক্সট্রিলিয়ন (Sextillion) কণা আমাদের ফুসফুসে প্রবেশ করে এবং সেখান থেকে বেরিয়ে আসে। এই কণাগুলোর কোনো কোনোটি হয়তো আগের দিনই সৃষ্টি হয়েছে, আবার কিছু কণা বিলিয়ন বছর আগের হতে পারে। এসব কণার বেশিরভাগই কয়েক লাখ বছর ধরে সভ্যতার বিকাশ এবং মানুষের জীবনযাপনের সময় নিঃসৃত হয়েছে।


প্রশ্ন হলো, আমরা আসলে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে কী গ্রহণ করছি? এই কণাগুলোয় আসলে কী রয়েছে? আমরা জানি, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় ৭৮ শতাংশ হলো নাইট্রোজেন গ্যাস। এই নাইট্রোজেনের বেশিরভাগই সৃষ্টি হয়েছে ভূগর্ভস্থ অগ্ন্যুৎপাত বা লাভার বিস্ফোরণ থেকে। এরপর সবচেয়ে বেশি বিদ্যমান গ্যাস হলো অক্সিজেন, যা বায়ুমণ্ডলের প্রায় ২১ শতাংশ জুড়ে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও