বৈষম্য দূর করতে চাই একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়

কালের কণ্ঠ ড. মাহরুফ চৌধুরী প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৫২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই ছাত্র-জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছিল একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গঠনের স্বপ্নে। সেই স্বপ্নের ধারাবাহিকতায় ছাত্রসমাজের স্বপ্ন, শিক্ষার নানা স্তরের ও নানা রকমের বৈষম্যগুলো দূর হবে, তেমনি শিক্ষার নানা বিষয়েও প্রশাসনের স্বৈরাচারী মনোভাব ও আচরণ দূর হবে। বাংলাদেশের উচ্চশিক্ষা স্তরের অনেক বৈষম্যের মধ্যে সাম্প্রতিক সময়ে উদ্ভূত একটি বৈষম্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্ত কলেজের প্রতি বিমাতাসূলভ আচরণ।


বিশেষত রাজধানী ঢাকার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা লেখাপড়া করছে, সেসব প্রতিষ্ঠানে তাদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ খুবই সীমিত এবং নানা ক্ষেত্রে তারা বৈষম্যমূলক ব্যবস্থার শিকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও