রূপাইয়াদের মনের ক্ষত কে সারাবে?
জুলাই গণ-অভ্যুত্থানের এক পরিচিত মুখ রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চংগ্যা। ভাইসহ অভ্যুত্থানে অংশ নিয়েছেন। জানবাজি রেখে কর্তৃত্ববাদকে প্রশ্ন করেছেন। ৪ আগস্ট তার ওপর হামলা হয়। অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির এই নেতা আবার দ্বিতীয়বার রক্তাক্ত। জুলাই অভ্যুত্থানের ইনক্লুসনের স্পিরিটকে জারি রাখার দাবি জানাতে গিয়ে এবার জাতদেমাগী নৃশংস হামলায় জখম হয়েছেন।
‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে প্রতিবাদ মিছিল নিয়ে জুলাই অভ্যুত্থানের একটি গ্রাফিতি পাঠ্যপুস্তকে পুনর্বহালের দাবিতে এনসিটি ভবন এলাকায় গিয়েছিলেন। পুলিশের উপস্থিতিতে তাদের ওপর হামলা করে গ্রাফিতিটির বিরোধিতাকারীরা। লাঠির মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে হামলা চালায় তারা। রূপাইয়াসহ প্রায় ১৭ জন গুরুতর আহত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে হামলার নিন্দা জানিয়ে বলা হয়েছে, রূপাইয়রা সেদিন শান্তিপূর্ণ কর্মসূচি করছিলেন। অভিযুক্ত ‘স্টুডেন্ট ফর সভারেন্টির’ দুজনকে পুলিশ এ ঘটনায় গ্রেপ্তার করেছে। এই হামলার প্রতিবাদ ও বিচার চাইতে গিয়ে আবারও মিছিলে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান মারা হলো।