নাটক মোদের অধিকার, রুখবে নাটক সাধ্য কার

ঢাকা পোষ্ট ড. আরিফ হায়দার প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ১২:০১

'সংস্কৃতি হোক জনগণের ইতিহাস রচনায় বিশ্বাসী'—এটি একটি নাট্যদলের স্লোগান। কারক নাট্য সম্প্রদায়ের কর্ণধার শংকর সাঁওজাল এই স্লোগানটা দলের হয়ে লিখলেন এবং নাট্যদলটি মাথায় পেতে নিলো।


বাংলাদেশের প্রতিটি নাট্যদলের নিজস্ব স্লোগান আছে সেইসব স্লোগান একসাথে করে লিপিবদ্ধ করলে হয়তো দেখা যাবে বাংলাদেশের সংস্কৃতির চর্চার নানা রূপ। সাংস্কৃতিক চর্চার মধ্যে নাচ, গান, নাটক, যাত্রাই কি শুধু? যদি বলি না। তাই কথায় কথা আসে একটা পরিবারের মধ্যে যে সাংস্কৃতিক চর্চা হয় সেটিই প্রতিফলিত হয় সমাজের মধ্যে।


পৃথিবীতে মানুষকে বেঁচে থাকতে হলে তাকে খেতে হয়, পোশাক পরতে হয়, সমাজের সাথে চলতে হলে কিছু দায়বদ্ধতা থাকে, সবই নিত্যদিনের একটা অংশ। আর সাংস্কৃতিক চর্চা সে তো শুধু নিজের জন্য নয়, তা দিয়ে একটি দেশকে চেনা যায় তার দেশের সাংস্কৃতিক চর্চার ওপর।


সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে চিন্তার প্রতিফলন ঘটে সমাজের আর সেখান থেকেই সৃষ্টি হয় লালন, মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল। গড়ে ওঠে প্রতিবাদের ভাষা, প্রতিরোধের ভাষা। সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে সৃষ্টি হয় সমাজ কাঠামো। প্রশ্ন উঠেছে, সাংস্কৃতিক চর্চা একটি জাতির জন্য কেন দরকার বা প্রয়োজন অথবা রাষ্ট্রের দায়বদ্ধতা কতটুকু সাংস্কৃতিক চর্চার পরিসর বাড়ানোর ক্ষেত্রে?


সম্প্রতি একটা ঘটনা আমাদের আতঙ্কিত করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চে ‘দেশ নাটক’-এর প্রযোজনা ‘নিত্যপুরাণ’ নাটক মঞ্চস্থ হওয়ার সময় মাঝপথে তা বন্ধ করতে বাধ্য করা হয়।


২০২৪ সালের গণঅভ্যুত্থান হওয়ার পরে রাষ্ট্রের অবকাঠামো পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তনের সূত্র ধরে একজন নাট্যকর্মীর ব্যক্তিগত কার্যকলাপ এসে পড়েছে দলের ওপর (নাট্যদল) আর তারই প্রভাব পড়ছে রাষ্ট্রের ওপর।



শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাটক বন্ধ করার ঘোষণা দিলেন এমনটাই আমরা জেনেছি, কিন্তু দলের প্রধানের সাথে আলাপ করে যে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে তা প্রকাশের অন্তরালে। ইতিমধ্যে সৈয়দ জামিল আহমেদের বক্তব্য অনেকেই শুনেছি। তারপরেও নাট্যদল ও সাংস্কৃতিক কর্মীর মধ্যে ক্ষোভ জন্মেছে নাটক কেন বন্ধ করা হলো? তাহলে কি আমরা সেই অতীতের দিকেই হাঁটছি?


সৈয়দ জামিল আহমেদ বলছেন—আজকে অনেকেই অনেক মন্তব্য করছেন, কিন্তু সেই মুহূর্তে পাশে এসে দাঁড়াননি কেন? তার কথায় এমনটাই প্রকাশ পায় যে নাটকের মানুষ পাশে থাকলে হয়তো শক্তি বাড়তো। দূর থেকে কী হবে? আমার পাশে এসে দাঁড়ান। তাহলে আমি শক্তি পাবো। এমনটাই শিল্পকলা একাডেমির মহাপরিচালকের কথা।


ইতিহাস তো কথা বলে, বাংলাদেশ নামটি হওয়ার আগে ১৯৪৭ থেকে ১৯৭০ সময়কালে পূর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক চর্চার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ১৯৪৭ থেকে ১৯৭১ কালপূর্বে সাংস্কৃতিক চর্চায় ধরা দিয়েছে তৎকালীন বাঙালি জাতির সংগ্রাম মুখর জীবন সংগ্রাম।


১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের ষড়যন্ত্র, পাকিস্তানের সামরিক আইন, ১৯৫২ সালের গণঅভ্যুত্থান এবং স্বাধীনতা আন্দোলনের প্রত্যক্ষ প্রভাবে এ সময়কার সাংস্কৃতিক চর্চায় বাংলার নিজস্ব আঙ্গিক নির্মাণের প্রাচ্য ঐতিহ্য অনুসন্ধান সূচিত হয়ে গিয়েছিল।


১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের পটভূমিকায় প্রতিবাদী সাংস্কৃতিক চর্চায় বাংলাদেশের লেখকরা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সাহিত্য রচনা করেন—একদিকে গান, অন্যদিকে নাটক। সেইসব রচনায় উপস্থাপিত হয় ধর্মীয় অসহিষ্ণুতা, সামাজিক গোঁড়ামি, মিথ্যা আভিজাত্যবোধ, ধর্মীয় গোঁড়ামি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে উদার মানসিকতার স্বপক্ষে উদাত্ত সুর ধ্বনিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও