মামলায় আটকে থাকা খেলাপি ঋণ উদ্ধারের ব্যবস্থা নিন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর অনেক কথা বলছেন, যা আমাদের অনুসরণ ও অনুধাবন করতে হবে। বোঝার চেষ্টা করতে হবে তিনি কী বলতে এবং কী করতে চাইছেন। এই যেমন ২৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি খবরে দেখলাম, তিনি বলেছেন, ‘৪-৫টি পরিবার ব্যাংক থেকে ২ লাখ কোটি টাকা নিয়ে গেছে। এতে অর্থনীতিতে মন্দা নেমে আসতে পারত, সেটা হয়নি।’ কী মারাত্মক খবর! পুরো ব্যাংক খাতের সর্বমোট ঋণই হবে ১৫-১৬ লাখ কোটি টাকা! এর মধ্যে ৪-৫টি পরিবার নিয়ে গেছে ২ লাখ কোটি টাকা। এরই মধ্যে আবার বলা হচ্ছে, এতে যে মন্দা নেমে আসার কথা ছিল তা হয়নি।
এ মন্দার কথাটি বোঝা গেল না। তাহলে কি ২ লাখ কোটি টাকা যেসব পরিবার নিয়েছে, তারা তা ‘প্রোডাকটিভ সেক্টরে’ বিনিয়োগ করেছে? এসবে বিনিয়োগ করলেই তো কোনো মন্দা হয় না। যদি টাকা নিয়ে বিদেশে পাচার করত, অথবা ‘ক্যাশ’ টাকা ধরে বসে থাকত, তাহলে এর প্রতিক্রিয়া অন্যরকম হতে পারত। এমতাবস্থায় বিষয়টি সম্যক বোঝা গেল না। পত্রিকাগুলো কি তাহলে ঠিকমতো রিপোর্ট করতে পারেনি? নাকি গভর্নরের কথা তারা বোঝেনি? মুশকিল হচ্ছে, গভর্নর যদি এ কথা বলে থাকেন, তাহলে তার ব্যাখ্যা-বিশ্লেষণ দরকার।
- ট্যাগ:
- মতামত
- খেলাপি ঋণ
- ব্যাংক খাত