টিসিবির পণ্যের সংকট, খালি হাতে ফেরত গেলেন ২ ইউনিয়নের ৭ হাজার মানুষ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ২১:৫৪
সংকট থাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য না পেয়ে প্রায় ৭ হাজার মানুষ খালি হাতে ফেরত গেছেন। দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়ন ও খামারপাড়া ইউনিয়নে আজ শনিবার এ ঘটনা ঘটে। এর মধ্যে আংগারপাড়া ইউনিয়নের ৩৪৩০ জন এবং খামারপাড়া ইউনিয়নের ৩২৭৫ জন কার্ডধারী খালি হাতে ফেরত যান।
টিসিবির পণ্য সরবরাহকারী দুই প্রতিষ্ঠান মনিরা ট্রেডার্স ও মুহিত ট্রেডার্স বলছে, সংকট থাকায় নির্ধারিত সময়ে পণ্য দেওয়া সম্ভব হচ্ছে না।
জানা গেছে, টিসিবি থেকে ফ্যামিলি কার্ড অনুযায়ী প্রতি মাসে ডিলারের মাধ্যমে ইউনিয়ন পরিষদ চত্বরে সরকার নির্ধারিত মূল্যে পণ্য সরবরাহ করা হয়। নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ভর্তুকি মূল্যে এই পণ্য সরবরাহ করে ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- টিসিবির পণ্য বিক্রি