এ অসহিষ্ণুতার শেষ কোথায়?

যুগান্তর এরশাদুল আলম প্রিন্স প্রকাশিত: ০৬ মে ২০২৪, ১১:২২

সামাজিক অস্থিরতা ও অসহিষ্ণুতা যেন দিনদিন বেড়েই চলছে। পারিবারিক সংঘাত, সংঘর্ষ, গোষ্ঠীগত সংঘর্ষ, স্থানীয় আধিপত্য, রাস্তাঘাটে মারামারি ইত্যাদি নানা ঘটনা আমরা দেখেছি। মানুষ এমনিতেই নানা কারণে বিষাদগ্রস্ত। এসব ঘটনা মানুষকে আরও বিষাদগ্রস্ত করে তোলে। সামাজিক এসব অনাচার ও বিশৃঙ্খলার ফলে মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। ফলে মানুষ সুযোগ পেলে নানাভাবেই সে ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশও ঘটাচ্ছে।


কোনো সমাজই পুরোপুরি অপরাধমুক্ত নয়। অন্যায়-অপরাধ হলে সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব তার বিচার করা। সামাজিক এসব অপরাধের বিচার না হলে অপরাধপ্রবণতা বাড়ে। ফলে মানুষের মাঝে সামাজিক নিরাপত্তাহীনতাও বাড়ে। নিরাপত্তাবোধের সংকট দেখা দেয়। একজন নাগরিক নিজেকে নিরাপদ মনে করতে না পারলে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এভাবে রাষ্ট্রে ধীরে ধীরে একটি অসুস্থ নাগরিক সমাজ গড়ে ওঠে। যাদের কাছ থেকে কখনোই স্বাভাবিক আচরণ আশা করা যায় না। সমাজে এখন সে রকম পরিস্থিতিই চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও