অর্থ ও নীতির সংকট কাটেনি, চ্যালেঞ্জ রয়েই গেছে
১ এপ্রিল অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, দেশের অর্থনীতি সংকট কাটিয়ে উঠছে। তিনি একটু আগেভাগে এই দাবি করে ফেলেছেন মনে হচ্ছে। তাঁর দাবি অনেকের কাছে স্বস্তিকর মনে হলেও প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো এখনো বেশ জটিল অবস্থায় রয়ে গেছে। দুই বছর ধরে অর্থনীতি যে সংকটে রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হলো:
১. আইএমএফের নিয়ম অনুযায়ী ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ‘গ্রস রিজার্ভ’ ২০ বিলিয়ন ডলারে এবং নিট রিজার্ভ ১৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের দ্রুত পতনের যে ধারা আমাদের অর্থনীতিকে টালমাটাল অবস্থায় নিয়ে গেছে, তা এখনো থামাতে পারেনি সরকার।