নতুন বছরে জনমনে স্বস্তি আসুক

যুগান্তর এ কে এম শামসুদ্দিন প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৪, ২০:৩৭

আজ ১ জানুয়ারি ২০২৪ সাল। চরম এক নির্বাচনি উত্তেজনা নিয়ে আমরা নতুন বছর শুরু করলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা, দ্বন্দ্ব-সংঘর্ষ এবং নির্বাচন-উত্তর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি কী হবে, সে আশঙ্কা নিয়ে ২০২৪ সালের যাত্রা শুরু হলো।


আর কদিন পরই নির্বাচন। নির্বাচন ঘিরে অংশগ্রহণকারী দলের নেতাকর্মীদের মধ্যে যে ব্যাপক শোরগোল চলছে, সে তুলনায় সাধারণ মানুষের ভেতর তেমন আগ্রহ জন্মেছে বলে মনে হচ্ছে না। তবে নির্বাচনের আরও কয়েকদিন বাকি আছে। এরই মধ্যে সরকার, নির্বাচন কমিশন এবং অংশগ্রহণকারী দলগুলো যদি সে পরিবেশ তৈরি করতে পারে, তাহলে মানুষ আগ্রহী হবে বৈকি। বিদায়ি বছর ব্যাপক রাজনৈতিক অস্থিরতা ও চরম অর্থনৈতিক বিশৃঙ্খলা মানুষের প্রাত্যহিক জীবনকে এমনিতেই ব্যতিব্যস্ত করে তুলেছিল, এর মধ্যে নির্বাচন নিয়ে সরকারি দল এবং তাদের মনোনীত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নিত্যদিন যে গালাগালি, হানাহানি ও খুনোখুনি চলছে তা যদি বজায় থাকে, তাহলে নিরাপত্তাজনিত কারণেই ভোটের মাঠে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও