You have reached your daily news limit

Please log in to continue


বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেটের ৭টি পরামর্শ

বিশ্বসেরা বিনিয়োগ গুরু, ওয়ারেন বাফেটকে চেনেন না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া দুষ্কর। তার সম্পদ মূল্য একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এটি খুবই বিরল এবং অনন্য একটা কৃতিত্ব তার জন্য। কিন্তু আপনি কি জানেন যে, এ লম্বা সময় ধরে ধনী মানুষদের তালিকায় থাকা এই ব্যক্তি খুব সাধারণ জীবন যাপন করেন। তিনি এখনও তার নিজস্ব শহরে থাকেন। এখনও সেই বাড়িতেই থাকেন, যে বাড়িটি তিনি কিনেছিলেন ১৯৫৮ সালে ওমাহা নেবরাস্কতে ৩১,৫০০ ডলার দিয়ে। তিনি সকালে খান ম্যাকডোনালসের নাশতা। একটি পুরোনো শালীন একটা গাড়িতে তিনি চলেন। এবং তিনি ছয় বছরের বাচ্চারা যেমন খাওয়া-দাওয়া করেন, আইসক্রিম, সোডা তিনিও এরকমই খাবার খান।

ওয়ারেন বাফেটের সবচাইতে বিশেষ যে দিক সেটা হলো, উনি ব্যক্তিগত জীবনে খুবই সুশৃঙ্খল এবং অতুলনীয় ধৈর্যের অধিকারী। এই ভদ্রলোক প্রতিদিন প্রচুর পড়াশোনা করেন। একটা পত্রিকা দিয়ে তিনি তার দিন শুরু করেন। এবং সারাদিন প্রায় প্রচুর বইপত্র পড়াশোনা করেন। ফলে অসংখ্য তথ্যে তিনি সমৃদ্ধ। আমি আজকে ওয়ারেন্ট বাফেটের দশটি বিনিয়োগ পরামর্শ নিয়ে কিছু বলব, যে কৌশলগুলো উনি ওনার জীবনে পালন করেছেন। যদি সেগুলো জানতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকেও সমৃদ্ধ করতে পারবো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন