অর্থনীতিতে সুখবর নেই
দেশের মানুষ কি সুখে আছে, না শান্তিতে? অবশ্য অর্থনীতিবিদরা ভিন্নভাবে প্রশ্নটি করতে পারেন। তাদের জিজ্ঞাসা হতে পারে : অর্থনীতি কি ‘স্বস্তি’তে আছে, না সংকটে বা চাপে? এসব প্রশ্নের উত্তর নানারকম হতে পারে। যার যার অবস্থান থেকে উত্তর ভিন্ন ভিন্ন হবে এটাই স্বাভাবিক। কেউ বলবেন, অর্থনীতিতে কোনো সংকট নেই। কেউ বলবেন, যারা অর্থনীতি বোঝেন না, তারা অর্থনীতিকে সংকটে ফেলেন। আবার কেউ বলবেন, অর্থনীতি সংকটে নয়, কিছুটা চাপের মধ্যে আছে।
চাপের কথা পরিকল্পনামন্ত্রী স্বয়ং বলছেন। অনেকে বলেন, রিজার্ভ সংকটের মধ্যে আছে। আবার কেউ বলছেন, না আমাদের খাবার আছে, চিন্তার কোনো করণ নেই। এমন সব উত্তর অর্থনীতি সম্পর্কে। আবার মানুষের কথা বললে বলা হচ্ছে, মানুষ কষ্টে আছে, ভীষণ কষ্টে আছে। আর কুলোতে পারছে না মানুষ। সঞ্চয় ভাঙছে। রোজগার তাদের কমে যাচ্ছে। সুদ আয় কম। খরচ অনেক বেশি। মানুষ দিন দিন বেশি ঋণী হচ্ছে। আরও দরিদ্র হচ্ছে।