তরুণদের ইন্টারনেট আসক্তি বাড়ছে কেন?

ঢাকা পোষ্ট গাজী মিজানুর রহমান প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫২

আইরিশ কবি ও নাট্যকার অস্কার ওয়াইল্ড (Oscar Wilde) বলেছেন, ‘একজন মানুষ ভবিষ্যতে কী হবেন তা অন্যকিছু দিয়ে বোঝা না গেলেও তার পড়া বইয়ের ধরন দেখে তা অনেকাংশেই বোঝা যায়।’


অর্থাৎ, কোনো ব্যক্তির যে বিষয়ের প্রতি আগ্রহ থাকে, তখন তিনি সেই বিষয় সম্পর্কিত বই পড়েন—বিষয়টি সম্পর্কে জানার জন্য, বোঝার জন্য বা শেখার জন্য। তাই তার বই পড়ার ধরন দেখে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা লাভ করা যায়। অনেক ক্ষেত্রে তা স্পষ্টভাবে প্রতীয়মান হয়। তাহলে এখন প্রশ্ন হতে পারে—‘আমাদের তরুণ প্রজন্ম তো বই-ই পড়ে না। তাহলে তাদের কী হবে?’


সত্যি বলতে, কয়েক বছরে বিশেষ করে ২০১০ সাল থেকে তরুণ প্রজন্ম বইয়ের তুলায় ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, টিকটক এবং হালের লাইকিমুখী। তাদের অনেকে এখন বই পড়া বাদ দিয়ে এইসব জায়গায় সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। দিনের বেশিরভাগ সময় তারা এইখানে সময় অতিবাহিত করে। আরেকটা শ্রেণি আছে, যারা ‘বই পড়াকে অহেতুক সময় নষ্ট করা’ মনে করে বই-ই পড়তে চায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও