
ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ায় ঢুকে পড়লে পরিণতি হবে কী?
রাশিয়ার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন সংবাদ সংস্থা তাসে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ড্রোন হামলা চালিয়ে ক্রিমিয়া সেতু উড়িয়ে দেওয়ার প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছে মস্কো। রুশ বাহিনী ড্রোন ধ্বংস করার পর এ খবর প্রকাশ করে তাস।
প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রসিদ্ধ এই সেতুটি তিন দফা ধ্বংসের চেষ্টা চালায় ইউক্রেনীয় বাহিনী।
সমুদ্রপথের হামলা থেকে ক্রিমিয়া সেতু রক্ষার জন্য রাশিয়ানরা নিমজ্জিত জাহাজ দিয়ে ব্যারিকেড তৈরি করেছেন। এই প্রতিবন্ধকতা যেকোনো আক্রমণকারী জলযানকে বাধা দিতে পারবে এবং সেটা ধ্বংস করার সুযোগ তৈরি করে দেবে।
সামরিক সূত্রের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্ররোচনায় এবং তাদের দেওয়া সামরিক সহায়তায় ইউক্রেনীয় বাহিনী ক্রিমিয়া সেতু ধ্বংসের অভিযানে নেমেছে। সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রের তৈরি করা অত্যাধুনিক সেন্সর সমৃদ্ধ ড্রোন এবং তাদের গোয়েন্দা ব্যবস্থা কাজে লাগিয়ে ইউক্রেন এই হামলা চালাচ্ছে।